মলত্যাগের পর রক্তপাত। মল অতিক্রম করার সময় অতিরিক্ত চাপ বা জ্বালা হতে পারে। মলত্যাগের সময় ব্যাথাহীন রক্তপাত। পায়ুপথের মুখের অংশগুলো বেরিয়ে আসা। মলদ্বারের চারপাশে চুলকানি। বসার সময় ব্যথা বা অস্বস্তি। পুঁজ বা পানি নির্গত হওয়া। মলদ্বার ফুলে যাওয়া।
🛑 কিভাবে বুঝবেন আপনার ফিস্টুলা বা ভগন্ধর হয়েছে❓ মলদ্বারের আশেপাশে ফোড়া বা গোটা জাতীয় কিছু হওয়া। মলদ্বার থেকে দুর্গন্ধযুক্ত পুজ বা পানি বের হওয়া বসার সময় ব্যথা বা অস্বস্তি। মলদ্বারের এক ইঞ্চি বা ২ ইঞ্চি দূরে গুটার মত কিছু হওয়া।